
সারা দেশে এনসিপির বিক্ষোভ
সারা দেশে এনসিপির বিক্ষোভ ।। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নেতাদের ওপর হামলার ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।
আজ বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ থেকে গাড়িবহর নিয়ে সেনা সহায়তায় খুলনায় পৌঁছানোর পর রাত সাড়ে ৯টায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
দেশ গড়তে জুলাই পথযাত্রা থামবে না বলে জানিয়ে তিনি বলেন, সরকারকে অবশ্যই এই বিষয়ে কঠোর অবস্থানে যেতে হবে। পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
তার দাবি, প্রশাসনের মধ্যে কোনো গাফলতি আছে কি-না সেটাও তদন্ত করে দেখতে হবে। আওয়ামী লীগ অনেক দিন ধরে পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে।